আমি ইমরান হোম কেয়ার লিঃ এর একজন সেবক/সেবিকা হিসেবে নিম্ন লিখিত রুটিন কার্যাবলীগুলো সম্পন্ন করতে বাধ্য থাকব।
০১। সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকব।
০২। ব্লাড প্রেসার, পালস, জ্বর, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করব।
০৩। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ভাবে ঔষধ সেবন করাব।
০৪। ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিষ্কার করাব এবং অবশ্যই চোখের যতœ নিব।
০৫। সঠিক সময়ে গোসল করাব, হাত পা এবং পিঠের যতœ নিব।
০৬। রোগীকে টয়লেটে সাহায্য করব। বিছানায় পায়খানা, পেশাব করলে অবশ্যই পরিষ্কার করব।
০৭। রোগী যেভাবে থাকতে সাচ্ছন্দবোধ করবে তাকে সেভাবেই বসিয়ে বা শুইয়ে রাখব, চলা ফেরায় সাহায্য করব।
০৮। রোগীর শরীরে কোনো প্রকার বেডসোর থাকলে অবশ্যই নজর রাখব, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করব।
০৯। সঠিক সময়ে পরিমানমতো খাবার খাওয়াব। এনজি টিউব বা বিকল্প উপায়ে খাবার খাওয়ানোর চেষ্টা করব।
১০। রোগীর অভিভাবকদের সাথে সম্মানজনক ব্যাবহার করব।
১১। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম অবশ্যই যতœ সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
১২। এনজি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন নিবো।
১৩। প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদা অনুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করাব।
১৪। রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাব এবং রোগীর সাথে সুন্দর করে কথা বলব।
১৫। রোগীর ব্যাবহৃত কাপড়, বিছানাপত্র গুছিয়ে রাখব।
বিঃদ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সর্ব প্রাকার সেবা প্রদান করব।